ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— নেত্রকোনার আটপাড়া গ্রামের রয়েল কাজী (২৫) ও কুমিল্লার মতলব থানার শাহবাগকান্দি গ্রামের আসিফ (৩০)।

ত্রিশাল ফায়ার স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় আকিজ কোম্পানির কংক্রিট মিকসিং গাড়ি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, দুইজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।