জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার পর প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

শত্রুতার জেরে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় প্রকাশ্যে প্রতিপক্ষের হামলায় রাজীব আহমেদ রাজ (২৮) নামে এক মাদকসেবী ও ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাজ ওরফে পুইট্টা রাজ নগরীর সানকিপাড়া এলাকার এসএ সরকার রোডে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে স্থানীয় একদল যুবক তার পথরোধ করে মাথায় উপর্যুপরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, রাজের সঙ্গে একই এলাকার আব্দুল্লাহর গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে রাব্বির শত্রুতা ছিল। এরা দুই জনই বখাটে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। দেড় বছর আগে রাব্বিকে মাদকসেবী ও ব্যবসায়ী রাজু বেধড়ক মারধর করে। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হলে রাজু গ্রেফতার হয়ে দীর্ঘ সময় হাজতবাস করে। সম্প্রতি রাজু জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এরপর মঙ্গলবার রাতে সানকিপাড়া রেলক্রসিং এলাকায় রাজুকে মোটরসাইকেলে পেয়ে ওতপেতে থাকা রাব্বি ও তার ৫/৭ বন্ধু লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, রাব্বি ও রাজুর নামে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে খুনিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।