ত্রিশালে ধলা সরকারি আশ্রয়কেন্দ্রের ২৬ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের গফরগাঁয়ে এক বিয়ের অনুষ্ঠানে সেমাই খেয়ে ত্রিশালের ধলা সরকারি আশ্রয়কেন্দ্রের ২৬ শিশুসহ ৩০ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সরকারি পরিচালক ডাক্তার আলী রেজা সিদ্দিকী জানান, বিকালে অসুস্থ হয়ে ওই শিশুরা হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে সুস্থবোধ করছে।

স্থানীয় সূত্র জানায়, এ দিন দুপুরে গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় তারা। অনুষ্ঠানে সেমাই খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে ধলা সরকারি আশ্রয়কেন্দ্রের সহকারী পরিচালক রেদোয়ানের সঙ্গে বারবার যোগাযোগ করলেও কোনও সাড়া মেলেনি।