বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩৪), সালমান আজাদী ও এক শিশু (২)। এর মধ্যে সালমান আজাদী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক শিশু মারা যায়। গুরুতর আহত ছয় জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মর্গে লাশ রাখা হয়েছে। বাস ও চালককে আটক করা যায়নি।