সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, প্রতিবাদে মানববন্ধন

চলতি বোরো মৌসুমে নেত্রকোনার বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনা ‘হাওর বাঁচাও আন্দোলন’ শহরের শহীদ মিনারের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেসুর রহমান খান প্রমুখ।  

মোনায়েম খান বলেন, ‘সার ব্যবসায় সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বেকায়দায় পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকারনির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। তাই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে।’ এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘জেলায় সারের কোনও সংকট নেই। দু-একটি এলাকায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। বর্তমানে জেলার কোথাও অতিরিক্ত মূল্যে সার বিক্রি হচ্ছে বলে আমাদের জানা নেই।’