জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার কুলকান্দি এলাকায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৪৫)। তিনি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের
কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল আলীর ছেলে। নিখোঁজ দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা করে। মাঝপথে নৌকা ডুবে গেলে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চার ঘণ্টার চেষ্টায় বিল্লালের লাশ উদ্ধার করা হয়।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘একজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে ডুবে গেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’