‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে নজরুলজয়ন্তী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উৎসব শুরু হচ্ছে। ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে রবিবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ উৎসব।

উৎসব উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রবিবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। জন্মোৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জন্মোৎসবে একটি সময়োপযোগী প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এ বছর কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ ত্রিশালে দরিরামপুর স্কুল মাঠের নজরুল মঞ্চে তিন দিনে থাকছে নানা আয়োজন। স্থানীয় শিল্পী ছাড়াও ঢাকা থেকে আগত শিল্পীরা এ আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি দরিরামপুর একাডেমি মাঠে বসছে তিন দিনব্যাপী নজরুল মেলা।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‌‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জয়ন্তী উৎসব ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ত্রিশালের মানুষজন নির্বিঘ্নে উৎসব এবং মেলা উপভোগ করতে পারবেন।’