বগুড়ায় জাসদ প্রার্থীর অফিসে আগুন, বাড়িতে ককটেল হামলা

বগুড়াবগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে জাসদ (মশাল) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান ছালেকের দুটি অফিসে আগুন,ভাঙচুর ও বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল হান্নান রিপুর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ছালেক। মঙ্গলবার বিকালে তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি সদর থানায় অবহিত করা হয়েছে। তবে আওয়ামী লীগ প্রার্থী অভিযোগগুলো অস্বীকার করেছেন।
ছালেক অভিযোগ করেন, সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ প্রার্থী রিপুর সন্ত্রাসীরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার নির্বাচনি অফিসে ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে আগুন দেয়। এছাড়া আতঙ্ক সৃষ্টি করতে তার উত্তর সাতশিমুলিয়ার বাড়ির সামনে কয়েকটি ককটেল ফাটায়।
ছালেক আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী রিপু শুধু তার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করাননি, বিএনপি প্রার্থী মাতফুন আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আবদুর রশিদের নির্বাচনি অফিসও ভাঙচুর করেছে। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে; প্রচারণায় বাধা দিচ্ছে।

এ ব্যাপারে জাসদ চেয়ারম্যান প্রার্থী ছালেক মঙ্গলবার বিকালে রিটার্নিং অফিসার জেলা ভ্যাটেনারি কর্মকর্তা আবদুস সামাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  

এদিকে লাহিড়ীপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল হান্নান রিপু তার এবং কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের লোকজন তার ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ভোটারদের কাছে হেয় করতেই মিথ্যাচার করছেন।

আরও পড়ুন: সুন্দরবনে র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হবে: বেনজীর 

/এআর/