নাটোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

নাটোরনাটোরে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও অপর ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মানিক উদ্দিন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিলভাটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার হিসেবে কাজ করতেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় বাসটির নিচে চাপা পড়ে মানিক উদ্দিনসহ অন্তত ১৬ জন আহত হন।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহদের উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের হয়নি।
আরও পড়ুন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ডের প্রধানকে হত্যার হুমকি





/টিএন/আপ-এমও