খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব পালিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ফল উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা।Sirajganj-Photo-on-Fruits-Festival-at-Khanja-Enayetpur-University-06-06-16

এসময় বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আকতার আহম্মেদ, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আলফাজ উদ্দিন, রেজিস্ট্রার আবু তালেব সিদ্দিকী, প্রক্টর ও ফার্মেসি বিভাগের প্রধান এ এফ এম নাজমুস সাদাত, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আমিনুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

পরে হলরুমে বিভিন্ন ফলের ঔষধি গুণাগুণ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া উৎসবের অংশ নেয়া ৯টি স্টলে রাখা প্রায় ৯২ রকমের ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ১ 

/টিএন/আপ-এআর/