সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার সময় ৫ মিয়ানমার নাগরিক আটক

-অবৈধভাবে ভারতে প্রবেশের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল হামিদ (২৫), নূর বেগম (২২), হামিদা বেগম (২৪), শিশু রেজাউল করিম (৭) ও শিমু (১)।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কয়া সীমান্ত এলাকার ২৮৭/৪৭ পিলার সংলগ্ন এলাকা দিয়ে কিছু মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতরা মিনায়মার থেকে টেকনাফের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে আসে এবং পরে তারা এই সীমান্ত এলাকার দালালের মাধ্যমে ভারত যাওয়ার চেষ্টা করে। তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হবে।

/এআর/