তানোরে যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীরাজশাহীর তানোর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আশরাফুল ইসলাম ওরফে রুবেল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকাল ৮টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আশরাফুল ইসলাম মুণ্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর এলাকার আবদুর রশিদ মাস্টারের ছেলে।
আটককৃতরা হলেন- নিহতের প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ ওরফে বাবু (৩০)।

জানা গেছে, আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর জমি নিয়ে বিরোধ আছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকালে মুণ্ডু মালা ঈদগাহ মাঠের সামনে আবদুর রশিদের ছেলে রুবেলকে একা পেয়ে মোনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তানোরের ওসি মীর্জা আবদুস সালাম জানান, এ ঘটনার পর পরই মোনতাজ ও তার ছেলেকে আটক করা হয়েছে। আর নিহতের লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/