রাজশাহীতে স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় পুলিশ সদস্য বরখাস্ত

স্কুলছাত্র মনিরুলরাজশাহীতে মোবাইল চুরি সন্দেহে দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার পুলিশ সদস্য জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।

ওসি বলেন, জিল্লুর রহমান পুলিশের রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) বিভাগে হাবিলদার পদে কর্মরত ছিলেন। আমরা চিঠি দেওয়ার পর খোঁজ-খবর নিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে আজ  মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে খবর পেয়েছি সেনা সদস্য জাহাঙ্গীর হোসেন যশোর ক্যান্টনমেন্টে যোগদান করেছেন। তার ব্যাপারে আমরা সেনাবাহিনীতে প্রতিবেদন পাঠিয়েছি। তিনি ল্যান্স কর্পোরাল পদে সেখানে কর্মরত আছেন।

উল্লেখ্য, রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল চুরি সন্দেহে মুনিরুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রকে দোকানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ অক্টোবর) বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের মনিকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। বাজারের লোকজন ওই ছাত্রকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  বর্তমানে মনিরুল বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মনিরুলের মা আবেদা বেগম থানায় মামলা করেন।

আরও পড়ুন:
দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/বিটি/