ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য রটানোর অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা রটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে আইসিটি আইনে থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক নগরীর মতিহার থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেলে তা মামলা আকারে রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।রাবি শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস

অভিযুক্ত কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সম্প্রতি (Kazi Jahid) নামে তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া ও ডিজিটালাইজেশন কার্যক্রমে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটছে বলে ওইসব স্ট্যাটাসে উল্লেখ করেন।রাবি শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান জানান, ‘সম্প্রতি কাজী জাহিদুর রহমান ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যক্রম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শো-কজ করে। কিন্তু তিনি কোনও সদুত্তর দিতে না পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।’

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একটি অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের সতত্য যাচাই চলছে। সত্যতা পেলে অভিযোগটি মামলা আকারে নেওয়া হবে।’

আরও পড়ুন- 

জেলা পরিষদ নির্বাচন: প্রার্থী নির্দলীয়, ভোটার দলীয়

ট্রাম্পের অভিবাসন নীতির শিকার হতে পারে বাংলাদেশিরাও

/এফএস/