সাত দফা দাবিতে কানসাট থেকে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি শুরু

Chapainawabganj PHOTO-01. 24.11.16 রামপাল বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কানসাট গোপালনগর মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ সদরে এসে সমাবেশে মিলিত হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে আবারও যাত্রা শুরু করে ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেবে।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রাগিব আহসান মুন্না, বাসদ’র রাজশাহী সমন্বয়ক দেবাশিস রায়, চাঁপাইনবাবগঞ্জের কমিউনিস্ট পার্টির নেতা ইসরাইল সেন্টু, অ্যাডভোকেট আবু হাসিবসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, মহাপ্রাণ সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এছাড়া রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ এবং জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিসহ সুন্দরবন রক্ষার আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তারা। 

/বিটি/