ওভারটেক করতে গিয়ে পুকুরে, নিহত ৪

নাটোরনাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় একটি ট্রাক ও ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ওভারটেক করতে গিয়ে পুকুরে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উত্তর লালপুর এলাকার আমিরুল ইসলাম।

অপরদিকে, আহত ছয়জনের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ট্রাক পাবনার ঈশ্বরদী থেকে লালপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ লালপুর এলাকায় পৌঁছালে ওভারটেক করতে গিয়ে উভয় যানবাহন রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় অপর ছয়জনের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও এএসপি আফম আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/বিটি/