X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি
১০ মে ২০২৪, ১১:১৩আপডেট : ১০ মে ২০২৪, ১১:১৩

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একই গ্রাম থেকে তিন প্রার্থী চেয়ারম্যান (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা সবাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিবলী নোমানী। উপজেলা যুবলীগের এ ভারপ্রাপ্ত সভাপতি আনারস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬৭৫ ভোট। পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল উড়োজাহাজ প্রতীকে ২৯ হাজার ১৪৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া হাঁস প্রতীকে ৩৫ হাজার ৬৩৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহানাজ পারভীন।

চেয়ারম্যান পদে নির্বাচিত শিবলী নোমানী এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন এ নিয়ে পরপর তিনবার একই পদে নির্বাচিত হলেন। এ ছাড়া শফিকুজ্জামান রাসেল এবারই প্রথমবারের মতো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন।

পৌরসভার একই ওয়ার্ডের একই গ্রাম থেকে তিন জন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে আলোচনার ঝড়। অনেকেই বলছেন, একই এলাকা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আড়পাড়াবাসী ভাগ্যবান।

পৌরসভার নিশ্চিন্তপুর বনানীপাড়ার বাসিন্দা মঞ্জুরুল আহসান রঞ্জু বলেন, ‘আড়পাড়াবাসী খুবই ভাগ্যবান। একই গ্রাম থেকে তিন প্রার্থী বিজয়ী হওয়াটা বিরল ঘটনা। এর আগে আমি কখনও এমন বিষয় শুনিনি। এটি একটি ভালো লাগারও বিষয়।’ 

আবুল কালাম আজাদ নামের আরেকজন বলেন, ‘একই গ্রামের পাশাপাশি বসবাস করা তিন বাসিন্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারা সবাই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিষয়টি কাকতালীয় হলেও তিন জনের প্রত্যেকেই জনপ্রতিনিধি হওয়ায় এটি এখন শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল ইসলাম বলেন, ‘প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী হয়েছিলেন। কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৪৪ হাজার ৯২৪ জন। ভোটকেন্দ্র ছিল ৯১টি। মোট ভোট কাস্ট হয়েছে ৬৩ হাজার ১১৬টি।’

তিনি আরও জানান, এ নির্বাচনে চেয়ারম্যান পদে শিবলী নোমানী (আনারস), ভাইস চেয়ারম্যান পদে শফিকুজ্জামান রাসেল (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভীন (হাঁস) নির্বাচিত হয়েছেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
১০ মে ২০২৪, ১১:১৩
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সম্পর্কিত
নির্বাচনের একদিন আগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
এক বৃষ্টিতে ধুয়ে গেলো প্রার্থীদের পোস্টার
‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’
সর্বশেষ খবর
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ