বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে উন্নয়ন মেলায় র‌্যাফেল ড্র!

র‌্যাফেল ড্রয়ের টিকিটবগুড়ার শিবগঞ্জে সরকারের উন্নয়ন মেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। ২০ টাকা মূল্যের ওই টিকিটে একটি করে সামুচা ফ্রি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক বলেন, ‘মেলায় আগতদের আপ্যায়ন করার জন্য স্টল দেওয়া হয়েছিল। সেখানে আগতদের একটি ফ্রি কুপন দেওয়া হয়। তবে সেখানে নেতাদের কোনও ছবি আছে কিনা তা মনে নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেছেন, ‘মেলার সবকিছুতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। তাই আওয়ামী লীগ সভাপতি র‌্যাফেল ড্রয়ের টিকিটে ওই ছবি ব্যবহার করায় কোনও ভুল করেননি বলে মনে হয়।’

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা প্রশাসন গত ৯ জানুয়ারি পরিষদ ক্যাম্পাসে তিন দিনব্যাপী মেলার আয়োজন করে। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের অর্ধশত স্টল স্থান পায়। সেখানে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক একটি স্টল দেন। সেখানে ‘কিছুক্ষণ রাফেল ড্র’ নামে টিকিট বিক্রি করা হয়। টিকিটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। লেখা আছে, ‘উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’। বিনিময় মূল্য লেখা না থাকলেও ২০ টাকা করে বিক্রি করা হয়। তবে বিক্রির সময় টিকিটের সঙ্গে একটি সামুচা ফ্রি দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার বড় গ্যাসের চুলা, তৃতীয় পুরস্কার ছোট গ্যাসের চুলা, চতুর্থ পুরস্কার ব্লেন্ডার, পঞ্চম রাইস কুকারসহ মোট ১০টি পুরস্কার রয়েছে।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, ‘উন্নয়ন মেলায় সভাপতি নিজ উদ্যোগে স্টল দিয়েছেন। এর সঙ্গে দলের কোনও সংশ্লিষ্টতা নেই। তবে র‌্যাফেল ড্র বা লটারির টিকিটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঠিক হয়নি।’ মেলা শেষ হলেও বিকালে এ খবর পাঠানো পর্যন্ত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 


নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!