সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

 

যাবজ্জীবনসিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুরের চাল ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৮) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছাইমুদ্দিনের দুই ছেলে সাইফুল (৫০) ও আব্দুল হাই (৪০), একই গ্রামের বাহের আলীর ছেলে সুলতান (৩৬), ছাইদুল ইসলামের ছেলে জামিল (৩০), সুজাব আলীর ছেলে মকিম (৪০) এবং টাঙ্গাইলের ঘাটাইল থানার চৈথট্ট গ্রামের হযরত আলীর ছেলে মজনু (৩৫)।
মামলার নথি থেকে জানা যায়, আসামিদের সঙ্গে রঘুনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাল ব্যবসায়ী আব্দুস ছালামের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০০৭ সালের ২১ অক্টোবর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফোরার পথে জোড়া ব্রিজের পাশে আব্দুস ছালামকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ২২ অক্টোবর নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারি ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকালে আদালতের বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে অ্যাড. সিরাজুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. বিমল কুমার দাস ও অ্যাড. সানোয়ার।
/এআর/