রাজশাহীর মুসা রাজাকার আটক

-জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজাকার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসা রাজাকারকে (৬০) আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মুসাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুঠিয়া থানায় রয়েছে। আগামীকাল (সোমবার) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মুসাকে বেলপুকুর এলাকায় জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তার বিষয় নিয়ে তদন্ত চলছে।

জানা গেছে, পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের হাজি আব্বাস উদ্দিনের ছেলে মুসার বিরুদ্ধে যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ আছে। সম্প্রতি দু’দফা মুসার যুদ্ধাপরাধের সরেজমিন তদন্ত করেন আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা। পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ এবং গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় তার বিরুদ্ধে এ তদন্ত করে সংস্থাটি। মুসার হাতে নিহত পশ্চিমভাগ গ্রামের শহিদ আবদুস সামাদের স্ত্রী রাফিয়া বেগমের দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত হয়।

উল্লেখ্য, একাত্তর সালে বাঙালি ও আদিবাসী হত্যা ও লুটপাটের পর দেশ স্বাধীন হলে মুসা রাজাকার ভারতে পালিয়ে যায়। এরপর ৭৫ সালে গোপনে দেশে ফিরে আদিবাসী পল্লীর ১৫২ বিঘা জমি দখলের চেষ্টায় অপতৎপরতা শুরু করে। পুলিশ তাকে আটক করায় স্বস্তি প্রকাশ করেছেন তার হাতে নিহত ও নির্যাতিতদের পরিবারের সদস্যসহ এলাকার সব স্তরের মানুষ। এখন মুসার যুদ্ধাপরাধের বিচার শুরুরও দাবি করছেন তারা।

/এআর/