বিএনপি ইতিবাচক রাজনীতি অব্যাহত রাখলে তাদের জন্যই মঙ্গল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করে বিএনপি যতি আগামীতে ইতিবাচক রাজনীতি অব্যাহত রাখে তাহলে তাদের জন্যই মঙ্গল।’ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বন্টন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।Sirajganj Photo on Health Minister`s winter clothes distribution-02 (23-01-17)

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জ্বালাও-পোড়াও রাজনীতি করে অতীতে যে ভুল করেছিল, সে ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে অতীত থেকে বের হয়ে আসতে হবে। বিএনপি ইতিবাচক রাজনীতি করুক, জনগণের রায় মেনে নিক। এর মধ্য দিয়েই তাদের ও খালেদা জিয়ার সুফল বয়ে আসবে।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট পদক্ষেপ ও পরিকল্পনার কারণে দেশে সব সেক্টরেই উন্নয়ন অব্যাহত রয়েছে। আর এ উন্নয়নকে বাঁধাগ্রস্ত না করে বরং জনগনের রায়ের চিন্তা করে বিএনপিরও আগামীতে ইতিবাচক রাজনীতিই করা উচিত।’

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বন্টনের সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং, সদর ওসি মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়্যারম্যান শহিদুল আলম ওরফে সোনা আলম, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রবীন শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর নাসিম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিক নগরীর পাশে শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজের চলমান কাজ পরিদর্শন করেন। চলমান কাজে কেউ বাধার সৃষ্টি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় নির্মানকারী সরকারি প্রতিষ্ঠান গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, প্রকল্পের পিডি ডা. সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।

/এআর/