ব্যালাস্টিক পরীক্ষার জন্য মেয়র মিরুর শটগান সিআইডিতে জমা

নিহত সাংবাদিক আব্দুল হাকিমসিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরুর জব্দ করা শটগান ও একটি গুলির খোসাসহ ময়নাতদন্তে পাওয়া একটি গোলাকৃতি ধাতব বস্তু (লেড বল) ব্যালাস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। জব্দ করা এসব আলামত বুধবার (৮ ফেব্রুয়ারি) জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার দুপুরে ঢাকা সিআইডি দফতরের প্রধান কার্যালয়ে মিরুর শটগান, গুলির খোসা ও লেড বল জমা দিয়েছি।’
শাহজাদপুর উপজেলার আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের মতামত নিয়ে তার নির্দেশে আলামতগুলো সিলগালা করে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘শটগানে লেড (সিসা) ও রাবারের তৈরি কার্তুজ ব্যবহার হয়ে থাকে। কার্তুজের মধ্যে একাধিক লেড বল থাকে। ময়নাতদন্তের সময় নিহত সাংবাদিকের মাথা থেকে সে ধরনের একটি লেড বল পাওয়া গেছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শাহজাদপুরের পৌর মেয়রের গ্রুপের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন সেখানকার দৈনিক সমকালের প্রতিনিধি শিমুল। পরদিন মারা যান তিনি। ঘটনার পরপরই পৌর মেয়রের ব্যবহৃত শটগান, ৪৩ রাউন্ড গুলি (৩০টি সাদা ও ১৩ কালো রঙের) ও একটি গুলির খোসা জব্দ করে পুলিশ।
এদিকে, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিমুলের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সদর হাসপাতাল থেকে এসেছে। আজ (বুধবার) তাতে স্বাক্ষর করেছি।’ আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ওই প্রতিবেদন আদালত ও সংশ্লিষ্ট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বরাবার পাঠানো হবে বলে জানান তিনি।

/এফএস/ 

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’