সক্রিয় রাজনীতি শিক্ষকরা যত কম করবেন, তত ভালো: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শিক্ষকদের একটা রাজনৈতিক মতাদর্শে সমর্থন থাকতে পারে। কিন্তু সক্রিয় রাজনীতি শিক্ষকরা যত কম করবেন, তত ভালো।’ শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের শিক্ষকদের উদ্দেশ করে বলেন, ‘শিক্ষকদের নিজস্ব স্বকীয়তা আছে, সব কিছু আওয়ামী লীগ সরকারের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। নিজেদের স্বকীয়তা ও স্বতন্ত্রতা বজায় রাখবেন।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যেখানে যাই, সেখানেই সবাই ভবন চায়, এখানে ভবন চাই, সেখানে ভবন চাই। কিন্তু ভবন হচ্ছে, শিক্ষার মান বাড়ছে না। এভাবে চলতে থাকলে কোয়ালিটি এডুকেশন স্বপ্নেও কল্পনা করতে পারবো না। আমাদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে।’

সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এম সাইদুর রহমান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ।

/এমডিপি/