কোনও দেশই জঙ্গিদের সঙ্গে চুক্তি করেনি: আইজিপি

SIrajganj Comunity Police Raly Photo A 19.03.17পুলিশের মহা-পরিদর্শক এ.কে.এম.শহিদুল হক বলেছেন, ‘দেশের প্রত্যেকটি সেক্টরে যখন সার্বিক উন্নয়ন হচ্ছে, সেখানে একটি মহল বরাবরের মতো মিথ্যাচার করেই যাচ্ছে। পার্বত্য চুক্তির সময় তারা যেমন মিথ্যাচার করেছেন, বিগত নির্বাচনের সময়েও বলেছেন- একটি দল ক্ষমতায় গেলে মসজিদে মসজিদে উলু ধ্বনি হবে, বর্তমানে তারাই পুলিশের নানা দোষত্রুটি ধরে জঙ্গি দমন কার্যক্রমের বিরোধিতা করছেন। মনে রাখবেন, কোনও দেশই জঙ্গিদের সঙ্গে কোনও ধরনের চুক্তি করেনি। বরং তাদের শক্ত হাতে দমন করেছে।’

রবিবার দুপুরে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশে একের পর এক ষড়যন্ত্র করে আবারও সেই মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এমন মন্তব্য করে পুলিশ মহা-পরিদর্শক আরও বলেন, ‘ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়ে, পুলিশ হত্যা করে, গাছ উপরে রাস্তায় রাস্তায় ফেলে রেখে নির্বাচন বন্ধ করা যায় না। মিথ্যাচার বন্ধ করুন, দেশের স্বার্থ ক্ষুন্ন করা সেই মিথ্যা রাজনীতি বন্ধ করুন,দেখবেন জনগণ এমনিতেই আপনাদের মূল্যায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘বৃটিশ ও পাকিস্থান আমলে পুলিশকে যেভাবে ব্যবহার করা হতো, সে অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে হবে। পুলিশের ওপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে। আর এটা একমাত্র সম্ভব কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে। বর্তমানে সময়ে পুলিশের দুটো বার্নিং ইস্যু রয়েছে। একটি হলো মাদক, অন্যটি জঙ্গিবাদ নির্মূল করা। এ দেশটি যেন আগামীতে ইরাক ও সিরিয়ার মত না হয়, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জঙ্গি ও মাদক দুটিকেই নির্মূল করতে হবে।’

/বিএল/

আরও পড়ুন:

মুফতি হান্নানের ফাঁসি বহাল