শিবির সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ শেষে ২০ মেডিক্যাল শিক্ষার্থী কারাগারে

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ (ছবি: সংগৃহীত)রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ২৯ শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটকের পর ২০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ৯ জনকে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে নাশকতা চালনোর পরিকল্পনা করছে এমন তথ্য পাওয়া যায়। পরে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর নওদাপাড়া এলাকায় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের হোস্টেল ও ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মী সন্দেহে ২৯ নেতাকর্মীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও জানান, বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আটককৃতদের মধ্যে ৯ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়া অপর ১১ জনকে একটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আর কোনও অভিযোগ না থাকায় আটক আরও ৯ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সেলিম বাদশাও এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর