বেলকুচিতে প্রতিমা ভাঙচুর

 Sirajganj Photo on Protima Vangchur-28-03-17222

সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্বৃত্তরা দুটি মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে। সোমবার গভীর রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ক্ষিদ্র জোকনালা গ্রামের বারোয়ারী কালী মন্দির ও কালীপদ সরকারের পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা কালী মন্দিরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে বারোয়ারী কালী মন্দিরে কালীর মাথা ভেঙে ফেলেছে। পারিবারিক মন্দিরের কালী প্রতিমা ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। সকালে মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ সরকারসহ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। ঘটনাটি নিয়ে আমরাও বিব্রতকর অবস্থায় পড়েছি। দোষীদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। গত কয়দিন আগে এলাকার প্রাথমিক স্তরের বেশ কিছু শিক্ষার্থীদের মধ্যে স্কুলের নির্বাচন নিয়ে দ্বন্দ্ব হয়। ওই ঘটনার সঙ্গে প্রতিমা ভাংচুরের কোনও যোগসূত্র আছে কি,না তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায় জানান, বিষয়টি খুবই নিন্দা ও উদ্বেগজনক। আসামিদের দ্রুত আটকের দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়।

/জেবি/

আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে ২ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১