ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্ষয়ক্ষতি, নির্মাণকাজ সাময়িক বন্ধ

ঝড়ে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রকালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতাধীন এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ক্রেন ভেঙে নির্মাণাধীন অস্থায়ী শেডের একটি লোহার স্ট্রাকচারের ওপর পড়ে এবং স্ট্রাকচারটি ভেঙে পাশের ভবনের ওপর হেলে পড়েছে। বুধবার রাতের এ ঘটনার পর থেকে স্থাপনা নির্মাণ সংক্রান্ত সব কাজ বন্ধ রয়েছে। প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার রাতে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় একটি ক্রেন ভেঙে পড়ে ওয়ার্কশপ ভবন বিদ্ধস্ত হয়েছে। এছাড়া সাইট অফিসের নির্মাণাধীন গ্রিন সিটি এলাকায় একটি গাছ ভেঙে পড়ে ৭০ ফিট পুরনো সীমানা প্রাচীর ভেঙে গেছে।

প্রকল্প সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে রূপপুর এলাকায় প্রবল বেগে ঝড় শুরু হয়। প্রকল্পের কাজের জন্য রেল লাইনের ওপর একটি গ্যাংট্রি ক্রেন দিয়ে রাশিয়ান নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। বাতাসের প্রবল বেগে ক্রেনটি স্বয়ংক্রিয়ভাবে চলতে চলতে এক পর্যায়ে ভেঙে ওয়ার্কশপের ওপর পড়ে। গ্যাংট্রি ক্রেনের ওজনে মাটি দেবে যায় এবং ওয়ার্কশপটি বিদ্ধস্ত হয়। ওয়ার্কশপ নির্মাণের কাজও শেষ পর্যায়ে ছিল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ক্রেন যাতে চলতে না পারে এজন্য প্রটেকশনের ব্যবস্থা না রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা কর্মরতদের গাফিলতির কারণে হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন।  বৃহস্পতিবার সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, স্থাপনা নির্মাণ সংক্রান্ত সব কাজ বন্ধ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, মাটি সম্পূর্ণ না বসায় (পাইলিং) বুধবার রাতের বৃষ্টিতে পিলারের নিচের মাটি নরম হয়ে যায়, এ সময় ঝড়ো বাতাসে লোহার তৈরি পুরো স্ট্রাকচারটি কাত হয়ে পাশের ওয়ার্কশপের ছাদে গিয়ে পড়ে। তবে এসময় ওয়ার্কশপ বন্ধ থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন স্ট্রাকচার হেলে পড়ার ঘটনা স্বীকার করে বলেন, ‘এতে কেউ আহত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে হেলে পড়া স্ট্রাকচারটি অপসারণের কাজ চলছে।’ বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় প্রকল্পের নির্মাণাধীন ৭০ ফুট সীমানা প্রাচীরও পড়ে যায় বলে জানান তিনি।

/এফএস/

আরও পড়ুন- 

হাওরে তলিয়ে গেল ৫ হাজার কোটি টাকার ফসল
শহরকে ছাড়িয়ে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি