সিরাজগঞ্জে রেলযাত্রীদের তোপের মুখে স্টেশন মাস্টার

সিরাজগঞ্জে রেলযাত্রীদের তোপের মুখে স্টেশন মাস্টারঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাওয়া যাত্রীদের তোপের মুখে পড়েছেন সিরাজগঞ্জের বাজার স্টেশনের মাস্টার। ৮০০-৯০০ বিক্ষুব্ধ যাত্রীরা টিকিট না পেয়ে বুধবার বিকালে স্টেশন মাস্টারকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে তারা স্টেশন মাস্টারের ওপর চড়াও হন। খবর পেয়ে সদর ও জিআরপি থানা পুলিশ এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতে বাজার স্টেশন ও টিকিট কাউন্টারে পুলিশ মোতায়েন ছিল।

স্টেশনের বুকিং ক্লার্ক-কাম স্টেশন মাস্টার এস.এম. শামিম আহম্মেদ বলেন, ‘২৫টি এসি ও ৩১৫টি শোভনসহ বাজার স্টেশনের মোট বরাদ্দ আসন ৩৪০টি। যাত্রীর চাপ বেশি থাকায় বুধবার বিকালে সব টিকিট বিক্রি হয়ে যায়। অথচ প্রায় ৮০০-৯০০ যাত্রী ও তাদের স্বজনরা ৫টার দিকে আচমকা হৈ চৈ শুরু  করেন। টিকিট নেই এমন কথা শুনে এক পর্যায়ে তারা কাউন্টারের সামনে থেকে স্টেশন মাস্টারকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর তারা স্টেশনের ওপর হামলা করেন। খবর পেয়ে বেঙ্গল ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এ বিষয়ে জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।’

সদর থানার পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ‘টিকিট আগাম ফুরিয়ে যাওয়ায় কালো বাজারে টিকিট করা হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে এসে হৈ চৈ ও স্টেশন মাস্টারের ওপর চড়াও হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

কালোবাজারে টিকিট বিক্রির বিষয় অস্বীকার করে স্টেশন মাস্টার শামিম বলেন, ‘বিষয়টি প্রমাণ করতে পারলে আমি যে কোনও ধরনের শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি। এমনিতেই আমি দীর্ঘদিন থেকে এখানে একা একা ডিউটি করছি, তার ওপর ঈদের পর স্থানীয় যাত্রীদের তোপের মুখে পড়ে নিজেই ভয়ে রয়েছি। অতিরিক্ত মুল্যে টিকিট বিক্রির কোনও সুযোগই নেই।’

সিরাজগঞ্জ বাজার স্টেশনের সাবেক স্টেশন মাস্টার ও রেলওয়ে শ্রমিক লীগ জেলার সাধারণ সম্পাদক আজাহার আলী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। টিকিট না পেয়ে স্টেশন মাস্টারকে যাত্রীরা লাঞ্ছিত করবেন, এমন বিষয় খুবই দুঃখজনক।’

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার বলেন, ‘বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু সিরাজগঞ্জ নয়, অনেক স্থানেই এ ধরনের ঘটনা ঘটছে।’

/এএ/