আ. লীগের আদর্শবিরোধীরা দলে ঢুকতে পারবে না: নানক

বগুড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জাহাঙ্গীর কবির নানকআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, ‘ক্ষমতার হালুয়া-রুটির স্বাদ পেতে বিএনপি ও জামায়াত-শিবির যাতে দলে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংগঠনের আদর্শবিরোধীরা দলে ঢুকতে পারবে না। ক্ষমতার স্বাদ পেতে যারা দলে আসতে চায়, তারা সদস্য হতে পারবে না।’

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘নৌকামার্কার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। আর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনও অপশক্তি পরাজিত হবে।’

তিনি আরও বলেন, ‘রাজাকার-যুদ্ধাপরাধীদের এ দেশের মাটিতে বিচার হবে তা কেউ কোনোদিন ভাবতে পারেননি। কারণ জিয়া ও বেগম জিয়া তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ২০১৪ সালের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করেছেন খালেদা জিয়া। কিন্তু তার চক্রান্ত সফল হয়নি। সব ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

খালেদা জিয়ার লন্ডনে যাওয়া বিষয়ে নানক বলেন, ‘দেশে বন্যা। অথচ খালেদা জিয়া তাদের পাশে না দাঁড়িয়ে মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ছেলে তারেক রহমানের সঙ্গে ষড়যন্ত্র করতে ও চলমান মামলার রায় বিলম্ব করতে লন্ডনে গেছেন।’বগুড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ‘বগুড়ায় জন্ম নেওয়া মেজর জিয়া নিজেকে মেজর জেনারেল, প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা দেন। তিনি প্রহসনের হাঁ-না ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। বাংলাদেশকে মৃত্যু উপত্যাকায় পরিণত করেছিলেন। শেখ হাসিনা দেশে ফিরে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০০১ সালে জামায়াত-বিএনপি জোট নৌকায় ভোট দেওয়ার অপরাধে হত্যা-নির্যাতন চালিয়েছে। তাই আমাদের ২০০১ ও ২০১৪ সালের কথা ভুললে চলবে না। এবার নতুন করে কোনও ষড়যন্ত্র করার চেষ্টা করলে শেখ হাসিনার নেতৃত্বে দাঁতাভাঙ্গা জবাব দেওয়া হবে।’

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআই নুরুন্নবী তারেক, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধা, শিবগঞ্জ উপজেলা আলীগের সভাপতি আজিজুল হক, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এমপি হাবিবর রহমান প্রধান অতিথির হাতে ২০ টাকা ফি দিয়ে সদস্য নবায়ন করেন। পরে বগুড়া জেলা আওয়ামী লীগের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- ‘খানাখন্দহীন রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন’