বগুড়ায় শিক্ষক পেটানো যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

 বগুড়া

বগুড়ার শাজাহানপুরে প্রধান শিক্ষককে মারধর ও টাকাসহ ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবলীগ নেতা আল-আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আল-আমিন মাঝিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। শনিবার বিকালে উপজেলা যুবলীগ সভাপতি এম সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ছান্নু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

উপজেলা যুবলীগের নেতাকর্মীরা জানান, সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় গত ৩ জুলাই যুবলীগ নেতা আল-আমিনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ১৩ জুলাই তিনি এর জবাব দিলেও তা সন্তোষজনক ছিল না। তাই জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিতে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে আল-আমিন জানান, তিনি কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিয়েছেন। তবে বহিষ্কারের চিঠি শনিবার বিকাল পর্যন্ত তিনি হাতে পাননি।

তবে উপজেলা যুবলীগের সভাপতি এম সুলতান আহমেদ ওই নেতাকে (আল-আমিন) সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ২০১৬ সালের ৩ জানুয়ারি যুবলীগ নেতা আল-আমিনের বিরুদ্ধে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেনকে মারপিট, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওঠে। ওইদিন শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

/জেবি/

আরও পড়তে পারেন: নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৬