আত্রাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

আত্রাই নদী

নওগাঁর মান্দা উপজেলার বুড়িদহ সুজন সখীর ঘাট এলাকায় আত্রাই নদীর পশ্চিম পাশের মূল বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। আজ সোমবার (১৪ আগস্ট) সকালের দিকে বাঁধে ভাঙন দেখা দেয়।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন একথা জানিয়েছেন।

13-08-17-Dinajpur_Flood-24

তিনি জানান, রবিবার সকালে আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরবর্তীতে তা বেড়ে ২০০ সেন্টিমিটারে দাঁড়ায়। ফলে মান্দা উপজেলার বাঁধে ফাটল দেখা দেয়। ফাটলগুলোয় বালুর ভর্তি বস্তা ফেলে মেরামতের চেষ্টা করার সময় বুড়িদহ সুজন সখীর ঘাট এলাকায় প্রধান বাঁধ ভেঙে যায়।

13-08-17-Dinajpur_Flood-21

বুড়িদহে বাঁধ ভাঙনের ফলে মান্দা উপজেলার কুসম্বা ও নুরল্যাবাদ ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/এসটি/