চুয়াডাঙ্গা থেকে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে রোহিঙ্গা শরণার্থী সন্দেহে মনসুর আলম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত বুধবার রাতে মনসুর আলম চুয়াডাঙ্গা রেল স্টেশনে ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

তবে আটক মনসুর আলম জানান, তিনি গত রবিবার সকালে কাজের সন্ধানে কক্সবাজার থেকে চট্টগ্রাম যান। পরে ঢাকা হয়ে চুয়াডাঙ্গা আসেন। এরপর এলাকাবাসী তাকে ধরে রোহিঙ্গা শরণার্থী সন্দেহে পুলিশে দেয়।

মনসুর আলম নিজেকে বাংলাদেশি দাবি করে জানান, তিনি কক্সবাজার জেলার খোকতাখালী গ্রামের কামাল মিয়া ছেলে। তার মার নাম মরিয়ম খাতুন। তিনি পেশায় রিকশা চালক বলে জানান।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, রোহিঙ্গা শরণার্থী সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তার সঠিক পরিচয় পেতে কক্সবাজার পুলিশের সহযোগীতা চাওয়া হয়েছে।

 আরও পড়তে পারেন: নারীসহ চার রোহিঙ্গা চমেক হাসপাতালে