শজিমেকে হাজতির মৃত্যু

বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বুধবার বিকালে এক হাজতির মৃত্যু হয়েছে। জেলার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,অস্ত্র মামলার আসামি এম আর ইসলাম রাশেদকে (৩৩)তীব্র শ্বাসকষ্টে কারণে বুধবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বগুড়া শজিমেক হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টায় দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বগুড়া কারাগার সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শহরতলির দশটিকা গ্রামের ঘটু মিয়ার ছেলে এম আর ইসলাম রাশেদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯ (ই) ধারায় মামলা (নং-১১) হয়। গ্রেফতার হওয়ার পর তিনি ১৫ সেপ্টেম্বর বগুড়া জেলে আসে। রাশেদ (হাজতি নং-৬৬৭৭/১৭) ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়তে পারেন: ক্যাম্পে নেওয়া হচ্ছে নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের