‘২১ দিনের মধ্যে সরকার পতনের দাবি উন্মাদের প্রলাপ’

আওয়ামী লীগ ও বিএনপিবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রবিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বলেছেন, ‘২০১৪ সালের মতো আর দীর্ঘমেয়াদী নয়, আন্দোলন শুরুর ২১ দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে।’ তার এই বক্তব্যকে ‘উন্মাদের প্রলাপ’ বলে অভিহিত করেছেন রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ ব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, ‘তিনি (মিজানুর রহমান মিনু) উন্মাদের প্রলাপ বকছেন। তারা ক্ষমতা হারানোর পর থেকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। আন্দোলন শুরুর দিন তো ঠিক করে বলেননি। আমরা সে দিনের অপেক্ষায় থাকলাম। আর সে দিন থেকে ২১ দিন গণনা শুরু হবে।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘২১ দিন কেন, ২১ বছরেও তারা ক্ষমতা থেকে আমাদের সরাতে পারবে না। জননেত্রী যেভাবে দেশের উন্নয়ন করছেন এভাবে আগামী দিনেও করবেন। এ কারণে জনগণ আমাদের সঙ্গে আছে। ওরা (বিএনপি) এর আগে যেভাবে হত্যা-ষড়যন্ত্র করে ক্ষমতায় গেছে তা জনগণ বুঝতে পেরেছে। মানুষ এখন অনেক সচেতন, আর বিএনপির ফাঁদে পা দেবে না।’‌

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, 'মিনু ভাই এর আগে একবার সাতদিনের আল্টিমেটাম দিয়েছিলেন। এবার দিলেন ২১ দিনের। উনার নেত্রী যে কী বলেন আর উনিই যে কী বলেন তার মিল থাকে না। তারা ক্ষমতা থেকে আমাদের সরাতে চায়, তা রাজনৈতিকভাবে করুক। অরাজনৈতিকভাবে কিছু করলে তার জবাব দেওয়া হবে।'

আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। তাদেরকে একটু চাঙা করার জন্য চেষ্টা করেছেন মিনু। সামনে সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন, তাই দলের নেতাকর্মীরা যেন চাঙা হয় সেজন্য এ ধরনের কথাবার্তা বলছেন বিএনপি নেতারা।   

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ব্যাপারে মিজানুর রহমান মিনুকে ফোনে পাওয়া যায়নি। তবে রাজশাহী বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, ‘নেতা হিসেবে মিনু ভাই ঘোষণা দিয়েছেন। তবে কবে থেকে আন্দোলন শুরু করবেন সেই ব্যাপারে বলেনি। তাই যেদিন থেকে আন্দোলন শুরু করবেন আমরাও সে দিন থেকে আন্দোলনে নেতার সঙ্গে যাব।’

আরও পড়ুন- ‘২১ দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে’