জয়পুরহাটে এসএসসি’র ইংরেজি ১ম পত্রের ২৫ উত্তরপত্র উদ্ধার

 

জয়পুরহাটচলতি এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ২৫টি উত্তরপত্র জয়পুরহাট শহরের কালী মন্দির এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

থানায় দায়ের করা ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এসএসসি’র ইংরেজি ১ম পত্রের পরীক্ষার উত্তরপত্রগুলো বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে নিয়ে আসেন জয়পুরহাটের ১২ জন শিক্ষক। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বাড়ি যাওয়ার পথে  একজন শিক্ষকের আড়াইশ উত্তরপত্রের মধ্যে ৭৫টি রিকশা থেকে পড়ে যায়। এরমধ্য থেকে শহরের পাঁচবিবি সড়কের কালী মন্দির এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ২১টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেন পথচারী শাহাদুল হক। পরে একই এলাকা থেকে আরও ৪টি উত্তপত্র উদ্ধার করা হয়।  

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক বলেন, ‘১২ জন শিক্ষক একসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে উত্তপত্রগুলো সংগ্রহ করে সন্ধ্যায় জয়পুরহাট ফিরে প্রত্যেকে আড়াই’শ উত্তপত্র নিয়ে বাড়ি যান। এর মধ্যে স্থানীয় চিনিকল কেজি স্কুলের শিক্ষক গোলাম সরোয়ার তার ভাগেরগুলো নিয়ে রিকশাযোগে বাড়ি যাওয়ার সময় ৭৫টি উত্তরপত্র পড়ে যায়। যার মধ্যে ২৫টি উদ্ধার করা হয়। বাকিগুলো উদ্ধারের জন্য শহরে মাইকিং করা হচ্ছে।’