বগুড়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত দুই

বগুড়াবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রবিবার বিকালে চলন্ত ট্রেনের সঙ্গে মাটি বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। তালোড়া স্টেশন মাস্টার দেওয়ান সামছুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে দুপচাঁচিয়ার তালোড়া রেল স্টেশনের পশ্চিমে দেবখণ্ডের অরক্ষিত গেট অতিক্রম করছিল। এসময় একটি মাটি বোঝাই ট্রাক (বগুড়া-ড-১১-০৬৩৩) সেখানে এলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের ইঞ্জিন ঘটনাস্থলে বিচ্ছিন্ন হলেও ট্রাকের বডি ট্রেনের একটি বগির সঙ্গে আটকে যায়। পরে চালক ট্রেন থামিয়ে ট্রাকের বডি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে ঢাকার দিকে রওনা দেন।
এ ঘটনায় ট্রাকচালক তালোড়ার সাবলা সরদারপাড়ার ফেরদৌস হোসেনের ছেলে রিপন (২৫) এবং অপর একজন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।