রাবির ছাত্রী হলে শর্ট সার্কিট, দুই শিক্ষার্থী আহত

তাপসী রাবেয়া হলরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে শর্ট সার্কিটের ঘটনায় দুই ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামিমা খাতুন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের জুলেখা খাতুন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে তাপসী রাবেয়া হলে বিকট শব্দ শোনা যায়। ওই সময় অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। শব্দ শুনে শিক্ষার্থীরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। এসময় হল থেকে বের হতে গিয়ে কয়েকজন আহত হন। এদের মধ্যে দু’জন গুরুতর আহত হয়। শর্ট সার্কিটের ঘটনায় হলের ডরমেটরিসহ বেশ কয়েকটি কক্ষের লাইট, বিভিন্ন পয়েন্ট ও বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা বলেন, ‘ছুটির দিন থাকায় ইলেকট্রিশিয়ানরা আসেনি। তবে আমরা সব লাইট ফের কিনেছি। যত দ্রুত সম্ভব সেগুলো লাগানো হবে।’

প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’