বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়াবগুড়ার শহরতলির গোকুল মধ্যপাড়া এলাকায় প্রতিপক্ষের নেতাকর্মীরা সনি (২৬) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় আহত হন তিন জন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, তার স্ত্রী সালমা আকতার নিশা ও কর্মী আবদুল হাকিম।

সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমানের সঙ্গে সাধারণ সম্পাদক বিপুলের বিরোধ চলছিল। ২-৩ দিন আগে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিপুলের পক্ষের লোকজন সভাপতি মিজানুর রহমান পক্ষের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর গ্রুপের মিজানুর, তার স্ত্রী নিশা, আবদুল হাকিম ও কর্মী গোকুল মধ্যপাড়ার জামাত আলীর ছেলে সনি আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে বিকাল সাড়ে ৩টার দিকে সনি মারা যান।’

ওসি আরও বলেন, ‘নিহত সনির লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’