চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন শান্তিমিশনে নিহত জামাল

শান্তিমিশনে নিহত জামালের জানাজামালিতে মাইন বিস্ফোরণে নিহত সৈনিক জামাল উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের ঘাসিয়াপাড়া ধুমিহায়াতপুর গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে চাঁপাইনবাবগঞ্জের আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে জামালের মরদেহ নিয়ে আসে সেনাবাহিনীর একটি দল। দুপুর ১টায় সেনাবাহিনীর দলটি জামালের মরদেহ শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়া ধুমিহায়াতপুরের বাড়িতে পৌঁছে দেয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জামালের মরদেহ দেখার জন্য ওই বাড়িতে মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

এ সময় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু জামালের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও জামালের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, ১ মার্চ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিস্ফোরণে নিহত হন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি সদস্য জামাল উদ্দিন। ওই ঘটনায় আরও তিন বাংলাদেশি সেনাসদস্য নিহত হন।