অধ্যাপক রেজাউল হত্যা: প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে প্রক্টরের বাধা

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রক্টরের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি আয়োজন করতে পারেনি বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রদীপ প্রজ্বালনের প্রস্তুতিকালে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বাধা দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে প্রক্টরের দাবি, ওই সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যক্রম চলছিল। তাই শিক্ষার্থীদের নির্বাচন শেষে কর্মসূচি পালনের কথা বলা হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের দুই বছর পার হওয়ায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে ইংরেজি বিভাগ। এজন্য প্রক্টরের অনুমতিও নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একপাশে সড়ক বন্ধ করে মোমবাতি প্রজ্বালনের প্রস্তুতি এবং আলপনা তৈরির কাজ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎই প্রক্টর এসে রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে বলে শিক্ষার্থীদের কর্মসূচি বাদ দিয়ে চলে যেতে বলেন। শিক্ষার্থীরা প্রক্টরকে বার বার অনুরোধ করলেও তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যখন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল তখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যক্রম চলছিল। তারা রাস্তার একপাশ বন্ধ করে দেওয়ায় শিক্ষকদের চলাচলে সমস্যা হচ্ছিল। তাই আমি তাদের নির্বাচন কার্যক্রম শেষে কর্মসূচি পালন করতে বলি।’
এ ব্যাপারে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে এ ব্যাপারে জানিয়েছে। আমি পরবর্তীতে প্রক্টরের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’
এর আগে সকাল ১০টায় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের ৬ নভেম্বর আট জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার আগামী ৮ মে রায় ঘোষণার দিন ধার্য করেন।