পতিসরে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চায় নওগাঁবাসী

পতিসরে রবীন্দ্র নাথের কাছারি বাড়িনওগাঁর আত্রাইয়ের কালীগ্রাম পরগনার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি ছিল। সেখানে এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি রয়েছে। সেই পতিসরে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে নওগাঁবাসী।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র গবেষক শরীফুল ইসলাম খান বলেন, নওগাঁবাসীর দাবি ছিল পতিসরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। ১৮৯১ সালের পর কবি বহুবার এসেছেন তার নিজস্ব জমিদারি পতিসরে। কবিগুরু তার নোবেল পুরস্কারের ৭৫ হাজার অর্থ এ পরগনার প্রজাদের দেওয়ার জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন। এই প্রত্যন্ত গ্রাম এলাকার প্রজাদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কবি ১৯৩৭ খ্রিস্টাব্দে পতিসরে এসে তার ছেলের নামে কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন স্থাপন করেন। ওই প্রতিষ্ঠানের নামে ২০০ বিঘা জমিও দান করেন।

Naogaon-picture-22-05-2018-(3)পতিসরসহ নওগাঁবাসীর দাবি, রবীন্দ্রনাথের নামে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের নামে যত জমি আছে, সেই জমির ওপরেই বিশ্ববিদ্যালয় করা সম্ভব বলে মনে করেন গবেষক ও শিক্ষানুরাগীরা।

পতিসর কাছারি বাড়ির রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক মতিউর রহমান মামুন বলেন, পূর্ববঙ্গের তিনটি জমিদারির মধ্যে নওগাঁর পতিসর ছিল বিশ্বকবির নিজস্ব জমিদারি। ১৯০৫ যখন ভারতের গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থার কথা যখন ভাবাই হতো না তখন নওগাঁ পতিসরের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য উচ্চ বিদ্যালয় তৈরি করেন তিনি। তাই পতিসরে কৃষি চিন্তা, পল্লী চিন্তাকে প্রাধান্য দিয়ে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানাই।

স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন,এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি রবীন্দ্রনাথের স্মৃতিকে ধরে রাখতে কৃষি উন্নয়ন, কৃষি আধুনিকায়নে স্বপ্নকে পূরণ করতে পতিসরের বিশ্বকবির নিজস্ব জমিদার বাড়িতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিদ্যালয় স্থপানের। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের সব চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। তাই নওগাঁবাসীর দাবি খুব দ্রুত পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানে একটি বিশ্বকবির নামে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে এ আশা সবার।