চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার





চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ থেকে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৯ জুন) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্র জিহাদি বই জব্দ করা হয়েছে। রাজশাহী র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার জেএমবি সদস্যরা হলো শিবগঞ্জ উপজেলার পার একলামপুর বিশ্বাসপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), একই উপজেলার চাকলা কামার টেকপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০) ও চাকলা মিয়াপাড়া গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে রহমত আলী (৪৭)।
লে. কর্নেল মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য রহমত আলীকে গ্রেফতার করে। পরে দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী অপর দুই জেএমবি সদস্য জাহাঙ্গীর ও মোয়াজ্জেমকে শিবগঞ্জ উপজেলার চাকলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা উগ্র জিহাদি বই জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।