নাটোরে ১২ ঘণ্টায় ২৮ মাদক সেবী ও ব্যবসায়ী আটক

জব্দকৃত মাদক দ্রব্য ও জুয়ার সরঞ্জাম

নাটোরের সদর এবং সিংড়া উপজেলায় ১২ ঘণ্টা অভিযান চালিয়ে ২৮ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। আটককৃতদের সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৬ জনকে সদর উপজেলা এবং অপর ১২ জনকে সিংড়া উপজেলা থেকে আটক করা হয়েছে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শিবলী মোস্তফা জানান, নাটোর র‌্যাব অফিসের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর নেতৃত্বে সদর থানার বিভিন্ন মাদক স্থানে রবিবার রাতভর অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা, ৫টি এ্যামভিটামিন ট্যাবলেট, জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ ১৪৯৯০ টাকা সহ ১৬ জনকে আটক করে।

আটককৃতরা হল শহরের কান্দিভিটা এলাকার জাহিদুল ইসলাম (৩১), জহুরুল ইসলাম (৪৫), ওবাইদুল ইসলাম (৩০),কানাইখালী এলাকার বিকাশ হালদার (৪৮), দিয়ারভিটা এলাকার মুরাদ ইসলাম (২৭),বারঘড়িয়া এলাকার জামাল (৪৫),রাজশাহীর পুঠিয়া এলাকার নজরুল ইসলাম (৫০),কাঁঠালবাড়িয়া এলাকার রফিক মিয়া (৩৮),পুঠিয়াকান্দি এলাকার হাফিজুর (৩৯), মাহনুর হক (৫২), চারঘাটের তাতারপুর এলাকার ইদ্রিস আলী (৪৬), জেলার বাগাতিপাড়া উপজেলার বাকুপাড়ার মজনু মোল্লা (৩৭), হান্নান আলী (৫০),রামপাড়া এলাকার আজিজুর রহমান (৫৬), চকসিংড়ার দুলাল হোসেন (৪৭), রাজশাহীর বেলপুকুর ক্ষুদ্র জামিরা এলাকার তোফাজ্জল হোসেনকে (৬০)আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

গ্রেফতার মাদকসেবী ও বিক্রেতারা

অপরদিকে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, রবিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অপর ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল সুকাশ উনিয়নের মিঠু, শহিদ আহমেদ (২৬), আব্দুল ওহাব (২৬), মকবুল হোসেন (৫৫), নাসিফুল ইসলাম (২৫), মো. হাবিব (৩৭), মনির উদ্দিন (৩৭), শাহীন ফকির (৩৮) , আল আমিন (২৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি আ. সালাম, শাহাদত হোসেন ও রুবেল।