নাটোরে জেএমবির ৩ সদস্য আটক

আটক তিন জেএমবি সদস্যনাটোরে জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয় । র‍্যাব-৫ কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বড়াইগ্রাম উপজেলার গোনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪২) এবং লালপুর উপজেলার চৌষডাঙ্গা গ্রামের গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন (৪০)।

কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রুইয়েরভাগ এলাকায় এক অভিযান চালায়। এ সময় ৫টি জিহাদি বই, মোবাইল ফোন ও সিমকার্ডসহ জাহিদুল, আমজাদ এবং জহিরকে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গোপন মিটিং থেকে ১০-১২ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং পালিয়ে যাওয়া সদস্যদের আটক করার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।