রাজশাহীতে বাসচাপায় তিন জন নিহত: বাসচালক গ্রেফতার

রাজশাহীরাজশাহী নগরীর নওদাপাড়া বাজারে বাসচাপায় তিন জন নিহতের ঘটনায় বাসটির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে বাস চালক জনিকে (৩৬) তার বাড়ি থেকে গ্রেফতার করে নগরীর শাহ মখদুম থানা পুলিশ।

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে চালক জনি পলাতক ছিলেন। পরে তার মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরইমধ্যে বাস এবং তার সম্পর্কে বিআরটিএতে খোঁজ-খবর নিয়ে সমস্ত কাগজপত্র ঠিক পাওয়া গেছে। তবে বাসটি সে নিজেই চালাচ্ছিল বলে দাবি করেছে। তারপরও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

বাসচালক জনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি ফরাদপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই নগরীর নওদাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যায় অ্যারো বেঙ্গল নামের বাসটি। এতে ঘটনাস্থলেই দুই জন এবং পরে হাসপাতালে নেওয়ার পর এক স্কুলছাত্রী নিহত হয়। এই ঘটনায় আহত হয়চারজন।

এদিকে রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজারে বাস চাপায় নিহতদের পরিববারকে সমবেদনা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার রাতে নিহতদের বাড়িতে যান মেয়র লিটন। একইসঙ্গে তিনি মোহাম্মদ আলীর পরিবারের সার্বিক খোঁজখবর নেন।