রাবিতে ভর্তির জন্য পৌনে ৩ লাখ আবেদন, বাদ পড়বে লক্ষাধিক




রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ২ লাখ ৮৫ হাজার ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এদের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ মোট ১ লাখ ৬০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এর ফলে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ২৫ হাজার ৫৬জন শিক্ষার্থীর আবেদন বাদ পড়বে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) তিনি জানান, যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তালিকাভূক্ত শিক্ষার্থীদের ইউনিটভিত্তিক নির্ধারিত ফি জমা দিতে হবে।

গত ৩ সেপ্টেম্বর থেকে রাবিতে ভর্তি আবেদন শুরু হয়। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন প্রক্রিয়া উন্মুক্ত ছিল। আগামী ২২-২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।