নন্দীগ্রামে গলায় বরই বিচি আটকে শিশুর মৃত্যু

বগুড়াবগুড়ার নন্দীগ্রামে বরই এর আচার খাওয়ার সময় গলায় বিচি (আটি) আটকে সুরাইয়া খাতুন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শুধু পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শিশু সুরাইয়া কালিকাপুর সড়কপাড়া গ্রামের সবুজ হোসেনের মেয়ে। সে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরাইয়া বরইয়ের আচার খেতে থাকে। এসময় একটি বিচি তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও বিচি বের করতে পারেন না। পরে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।