পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

পাবনাপাবনার ঈশ্বরদীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই খোকন মণ্ডলকে (২৪) মাথায় আঘাত করে হত্যা করেছে তার বড় ভাই লিখন মণ্ডল (২৮)। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত খোকন মণ্ডল উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোকন মণ্ডলের সঙ্গে তার বড় ভাই লিখন মণ্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন আগে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন খাতুন বাবার বাড়ি চলে যায়। যাওয়ার সময় স্বামী লিখন মণ্ডলকে বলে যায়, ঘটনার সুরাহা না হলে সে আর ফিরবে না। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়। রবিবার সকালে খোকন মনণ্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যায়। সেই সুযোগে লিখন মণ্ডল ঘরে ঢুকে তার ঘুমন্ত ছোট ভাই খোকন মণ্ডলকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে। পরে চিৎকারে শুনে খোকনের স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মণ্ডল পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।