চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার পিস্তল ও ম্যাগাজিনসহ গুলি

চাঁপাইনবাবগঞ্জ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিনসহ ১৪ রাউন্ডগুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি। রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের রিফিউজিপাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ১২টায় গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিংকালে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র আজমতপুর বিওপি’র একটি দল রাতে  রিফিউজিপাড়া এলাকার আর্ন্তজাতিক সীমানা পিলার ১৮০’র সাব পিলার ৯ এর পার্শ্ববতী এলাকায় তল্লাশি চালায়। এ সময় পাশের একটি বাঁশ বাগানের ভেতর আবর্জনার নিচ থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্য চোরাচালানের বিরুদ্ধে বিবিজির এই অভিযান অব্যাহত রাখা হবে।