বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অরেকটি অবিস্মরণীয় বিজয় হবে: নাসিম

নির্বাচনি জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

৩০ ডিসেম্বরের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘এ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আরও একটি অবিস্মরণীয় বিজয় হবে। এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে তিনি তাড়াশের নিমগাছি ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আরও দুইটি নির্বাচনি জনসভায় বক্তৃতা দেন। এ জনসভার মধ্য দিয়ে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হলো। 

তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, জাপার (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, জেলা আওয়ামী লীগের সহভাপতি আবু ইউসুফ সূর্য এবং সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা.আব্দুল আজিজ। এছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

জনসভায় নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন,‘দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। জনগণের সঙ্গে ঐক্য না করে ড. কামাল গংরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে ঐক্য করেছেন, চক্রান্ত করছেন। তবে এদেশের জনগণ তাদের চক্রান্ত ভোটের মাধ্যমে প্রতিহত করবে। পৃথিবীর কোনও শক্তি নেই নির্বাচন ঠেকাতে পারে। জ্বালাও-পোড়াও আন্দোলনে ব্যর্থ দলকে আর কোনও দিন জনগণ ভোট দেবে না। ’

নাসিম বলেন, ‘ঐক্য প্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেন একজন নীতিহীন মানুষ। নীতি-আদর্শের কথা বলে উনি এখন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। অপছন্দের জামায়াত এখন তার গলার মালা। জনগণ এরকম আদর্শহীন ও স্বাধীনতা বিরোধীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

বিএনপিকে উদ্দেশে করে মোহাম্মদ নাসিম বলেন,‘আপনারা গত নির্বাচনে আসেন নাই। ভুল করেছিলেন। এবার দলের অস্তিত্ব রক্ষা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন। সুখের কথা, কিন্তু নির্বাচন নিয়ে কোনও ফাউল গেম খেলবেন না। ফাউল গেম খেললে এ দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে নির্বাচনি মাঠ থেকে বের করে দেবে।’

নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে আশ্বস্ত করে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন, ইলেকশন ফেয়ার হবে, ভয়ের কোনও কারণ নেই।

তিনি বিশাল এ নির্বাচনি জনসভায় সিরাজগঞ্জসহ গোটা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন,‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।’